-->

গৌর নিত্যানন্দে লালসা গৌর নিত্যানন্দে লালসা ।Gour Niittyananda Lalsa

নিত্যানন্দ প্রভু (নিতাই নামেও পরিচিত) হলেন গৌড়ীয় বৈষ্ণবভাষ্য অনুসারে, শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার। তিনি ছিলেন শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্ষদ বা সঙ্গী। তাদের দুজনকে একত্রে গৌর-নিতাই বা নিমাই-নিতাই নামে অভিহিত করা হয়। নিত্যানন্দ বৈষ্ণবীয় পঞ্চতত্ত্বের একজন। 


গৌর নিত্যানন্দে লালসা



গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর।

হরি হরি বলিতে নয়নে বহে নীর।। 

আর কবি নিতাই চাঁদের করুণা হইবে। 

সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে।। 

বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। 

কবে হাম হেরব শ্রীবৃন্দাবন।।

রূপ রঘুনাথ পদে হইবে আকুতি।

কবে হাম বুঝব সে যুগল-পীরিতি।।

 রূপ রঘুনাথ পদে রহ মোর আশ । 

প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস।।

গৌর নিত্যানন্দে লালসা

গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। 

হরি হরি বলিতে নয়নে বহে নীর।। 

আর কবি নিতাই চাঁদের করুণা হইবে। 

সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে।। 

বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন।

 কবে হাম হেরব শ্রীবৃন্দাবন।।

রূপ রঘুনাথ পদে হইবে আকুতি।

কবে হাম বুঝব সে যুগল-পীরিতি।। 

রূপ রঘুনাথ পদে রহ মোর আশ । 

প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস।।

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement