হনুমান ভক্ত আমার মত হয়ে থাকলে আপনার জন্য হনুমানের অষ্টোত্তর শতনাম ( Hanuman Ashtottara Shatanamavali in Bengali) এই পোস্ট। হনুমান, হিন্দু ধর্মের একটি প্রধান দেবতা এবং রামায়ণের একটি মৌলিক চরিত্র। হনুমানকে ভক্তদের মধ্যে একটি অত্যন্ত প্রভাবশালী ভক্ত হিসেবে চিহ্নিত করা হয়। রামায়ণের ইতিহাসে, হনুমানকে রামের সেনাপতি হিসেবে এবং রাম ও লক্ষ্মণকে রামায়ণ যুদ্ধে সাহায্য করার জন্য প্রেরণা করার জন্য জানা হয়েছে। নিম্নে হনুমানের অষ্টোত্তর শতনাম শেয়ার করা হল।
হনুমানের অষ্টোত্তর শতনাম
পবনপুত্র বলি পবন নন্দন । ১।
কপীশ নামেতে ডাকে যত ভক্তগণ ॥২॥
রামদূত বলি মোরে বিভীষণ ডাকে ॥৩॥
অঞ্জনা নন্দন বলি দেবগণ ডাকে। ৪।
অনেকেই বলে বজরঙ্গ মহাবীর ॥৫॥
ভয়ে ইন্দ্রজিৎ নাম দিল মহাবীর। ৬।।
মহাদেব ডাকে মোরে কেশরী নন্দন ॥৭॥
বিদ্যাবান বলে মোরে যত গুণীগণ ॥৮॥
দিকপাল নাম দিল শমনের রায় ॥৯৷
সঙ্কট হরণকারী বলে কপিচয় । ১০।
বিঘ্ননাশকারী নামে ডাকে অত্রি মুনি ॥ ১১ ৷৷
বিঘ্নরাজ নাম দিল লক্ষ্মণ গুণমণি॥ ১২॥
মহাকায় নাম মোর রাখে কাত্যায়ন ॥ ১৩৷
প্রিয়ঙ্কর নাম মোর রাখে নারায়ণ। ১৪॥
রুদ্রপ্রিয় নাম মোর জগতে বিদিত। ১৫।
সুমুখ আমার নাম রাখিল সম্বর্ত॥১৬৷
বজ্রতুণ্ড নাম মোর রাখে পুরন্দর। ১৭।
সদাদানী বলে মোরে রামরঘুবর ॥ ১৮।
পাশহস্ত নাম মোর দিলেন বিধাতা ॥ ১৯॥
দেবগণ নাম মোর দিল শুভদাতা ॥ ২০ ॥
যোেগসিদ্ধি নাম মোর রাখিল কপিল। ২১ ॥
জপসিদ্ধি নামে মোরে ডাকেন অনিল। ২২॥
দানসিদ্ধি নামে ডাকে অঞ্জনা জননী । ২৩।
কর্মসিদ্ধি নামে ডাকে দেব শূলপাণি ৷৷ ২৪ ৷৷
কামসিদ্ধি নাম রাখে দত্তানেয় ঋষি। ২৫।
তপঃসিদ্ধি নাম রাখে শাণ্ডিল্য মহর্ষি ॥ ২৬৷
জনক আমার নাম সর্বজ্ঞ রাখিল। ২৭ ॥
দক্ষ রাজা মোর নাম স্বস্তিদঃ রাখিল ॥ ২৮॥
পুরুষম নাম দিল ঋষি পুলস্ত্য ॥ ২৯।
কৃষ্ণ- পিঙ্গলম নাম রাখেন অগস্ত্য ॥ ৩০।
শুদ্ধাত্মা আমার নাম দিলেন কর্দম॥ ৩১ ৷৷
মহামৃত্যু সূত নাম দিলেন যে যম। ৩২।
সর্ব শুভঙ্কর নাম দিলেন শঙ্কর। ৩৩।
বিনায়ক নাম মোর দিল বিদ্যাধর॥ ৩৪।
ব্রহ্মযোগ নাম মোর দিল বিশ্বামিত্র। ৩৫ ॥
সুব্রহ্মণ্য নাম মোর রাখিলেন মিত্র। ৩৬৷৷
মহাশক্তিশালী বীর রাবণ রাখিল। ৩৭ ॥
মারুতি আমার নাম সুগ্রীব রাখিল। ৩৮।
কপিগণ বলে সবে আমি সেনাপতি৷৷ ৩৯ ৷৷
শাখামৃগ নাম মোর শুন মহাসতী ।।॥ ৪০ ।
কার্তবীর্য্যার্জুন নাম রাখে জ্ঞানবান ॥ ৪১ ৷
হিমাদ্রী আমার নাম দিল শক্তিমান॥৪২।
শঙ্কর চিল রূপ আমি আকাশে বিচরি ৷৷ ৪৩ ৷৷
ইচ্ছাশক্তি তাই বিশ্ব ভ্রমিবারে পারি। ৪৪।
দুষ্টেরে স্তম্ভিয়া নাম হইল স্তম্ভন । ৪৫ ॥
রঙ্গলীলা ভালবাসি সেজন্য রঙ্গন ॥ ৪৬।
ব্রহ্মময় নাম মোর যোগী ঋষি দিল॥ ৪৭ ॥
ধরাধামে সবে মোরে বিনোদ ডাকিল ৷৷ ৪৮ ৷৷
সত্যব নাম মোর রাখিলেন মনু ॥ ৪৯ ॥
বিনায়ন পুত্র নাম রাখিলেন ভানু॥৫০॥
অভীষ্টদায়ক নাম দিল দেবসেনা ॥৫১৷৷
চন্দ্রমৌলি নাম মোর দিলেন উষনা ॥৫২।
পাতঞ্জল নাম মোর ঋতৃম্ভর রাখে। ৫৩।
সপ্তর্ষি মণ্ডল মোরে ঋতম নামে ডাকে। ৫৪।
পুলহ আমার নাম সত্যম্ রাখিল। ৫৫।
সর্বগুণময় নাম পিতাসহ দিল। ৫৬॥
ভক্তের পরম গতি বলে রুদ্রদেব। ৫৭।
রুদ্রসূত নামে মোরে ডাকে বিষ্ণুদেব ।। ৫৮।
কপিশ্বর নাম মোর দিলেন শ্রীভানু ।। ৫৯ ৷৷
হনু ভঙ্গ হলে নাম রাখিল শ্রীহনু॥৬০।
বিচিত্র আমার নাম দিলেন কমলা ॥ ৬১৷৷
সীতামাতা ডাকিলেন শিবকণ্ঠমালা। ৬২।
অমর সকলে ডাকে ত্রিশক্তি ভূষণ। ৬৩।
তপস্বী বলিয়া মোরে ডাকে সর্বজন । ৬৪ ॥
সর্বজন ডাকে মোরে ডাকে বীরধরা । ৬৫।
ঘূর্ণিত লোচন নামে ডাকে মুনিদারা। ৬৬ ৷৷
বীজপত্র নাম মোর অঙ্গদ রাখিল। ৬৭ ॥
বালি মহারাজ মোরে খুড়া নাম দিল। ৬৮।
কটক প্রধান নাম সুগ্রীব দানিল। ৬৯॥
রুদ্রের সোদর বলি শ্রীরাম কহিল ৷৷ ৭০ ৷৷
বৃত্ত নাম বলে মোরে সুগ্রীবের শালা। ৭১ |
সম্পাতি আমার নাম দিল মেঘমালা ॥৭২॥
সিংহিকা রাক্ষসী নাম মর্কট রাখিল। ৭৩।
বনবাসী মোর নাম ত্রাণকর্তা দিল ॥৭৪।
রামদূত বলি ডাকে হেমা মহাসতী। ৭৫ ।
অনন্ত আমার নাম দেয় উমাবতী ।। ৭৬ ৷৷
মন্ত্রী জাম্বুবান বলে কুঞ্জর তনয়। ৭৭॥
বসন্ত নাম দিল মোরে পর্বত মলয় ॥৭৮।
দ্বিতীয় রাহু নাম মোর দিল রাহুবর। ৭৯।
দৈবায়ত্ব নামে মোরে ডাকিল অম্বর॥৮০।
ত্রৈলোক্য বিজয়ী নাম মাতঙ্গ কহিল ৷৷ ৮১৷৷
মহীয়ান নাম মোর নাগকন্যা দিল॥৮২।
আদিমান বলি ডাকে মোরে উর্বশীরা । ৮৩ ৷৷
বিষদণ্ড মোর নাম দিলেন ত্রিশিরা। ৮৪ ।
বিনোদ আমার নাম দিল ঋষ্যমুকে ॥ ৮৫।
সুখময় নাম তাই সদা থাকি সুখে॥ ৮৬॥
ময় দানব মোর নাম অধিরথ দিল॥৮৭॥
ত্রিনাথ আমার নাম পক্ষীগণ দিল। ৮৮ ॥
ভুবন মোহন নাম রাখিল মেনকা ॥৮৯।
বিশ্বরূপ নামে ডাকে অঙ্গদের সখা ॥ ৯০৷
প্রারম্ভিক কর্তা নাম রাখেন নলিনী ॥৯১॥
ভরত মোরে বলেন রাম রঘুমণি॥৯২॥
মহাবলবান নামে ডাকে মুনিগণ ॥ ৯৩৷
সত্রাজিৎ নাম দিলেন ঠাকুর লক্ষ্মণ॥৯৪।
বানর কটক বলে রাম অনুচর ॥৯৫॥
মৃগাঙ্গ বলিয়া ডাকে যতেক খেচর॥৯৬৷৷
রায়বার আমাকেই কহেন তাপস ॥৯৭।
ভাবি যাহা তাই করি তাইতো মানস ॥১৮॥
মালব্য ঠাকুর দ্বন্দ্বমালী নাম দিল॥১৯॥
বিলাসবাকুর নাম ব্রিজটা রাখিল ॥ ১০০।
কপিগণ মোর নাম রাখে দিব্যজ্ঞান। ১০১॥
সন্তারক নাম মোর বাল্মিকী রচন॥ ১০২।
মহাবহ নামে ডাকে যতেক মালিনী ॥ ১০৩।
ভয়ত্রাতা নামে ডাকে বনের হরিণী ॥ ১০৪ ॥
সুবিচারক মোর নাম দিল পশুগণ ॥ ১০৫।
মহামন্ত্রী বলি হস্তী দিল যে প্রমাণ। ১০৬॥
সুগ্রীবাদি মোরে সবে পণ্ডিত বলিল ॥ ১০৭ ॥
মহিম আমার নাম গন্ধর্বাদি দিল ৷ ১০৮৷
এই অষ্টোত্তর শতনাম (Hanuman 108 Shatanamavali ) যে করে পঠন। সকল বিপদে রক্ষা পায় সেইজন। পাঠ করে ইহা কিংবা যে করে শ্রবণ। অনায়াসে দিব্যজ্ঞান লভে সেইজন।
জেনে নিন-
You May Like Also Also Like This
0 Comments