-->

শ্রী শ্রী সরস্বতীর দেবীর বন্দনা । Saraswati Devi Bandhana

সরস্বতী (Sarasvatī) হলেন হিন্দুধর্মে জ্ঞান, সংগীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী সরস্বতী, লক্ষ্মী ও পার্বতী হিন্দুধর্মে ‘ত্রিদেবী’ নামে পরিচিত।  [ শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম- Saraswati 108 Names  ]

সরস্বতীর দেবীর বন্দনা


 দেবীর বন্দনা

নমো নমঃ ভগবতী দেবী বীণাপানি। 
শ্বেত পদ্মাসনা মাতা মরাল বাহিনী ॥ 
জ্ঞানদাত্রী বিদ্যাদাত্রী দেবী শ্বেতাম্বরা। 
সর্বশুক্লা সরস্বতী শ্বেত অক্ষধৱা ৷৷ 
গলদেশে শোভে মাগো মুকুতার হার। 
সর্বজ্ঞানময়ী মাতা সর্বদেবী সার৷৷ 
পরমা প্রকৃতি তুমি জানে সর্বজনে। 
বার বার নমি তব যুগল চরণে।। 
অজ্ঞান অধম আমি অতি দূরাচার। 
কৃপা করি দূর করো অজ্ঞান আঁধার। 
পূজা মন্ত্র নাহি জানি নাহি উপচার। 
সদা পাপে রত মাগো অতি দূরাচার।
 অজ্ঞানের আঁধারেতে সদা মগ্ন আমি। 
অধম সন্তানে মাগো রক্ষা কর তুমি ॥ 
তোমার অপার লীলা কে পারে বর্ণিতে।
 দেব ঋষি-মুনি যারে না পারে জানিতে।
 তুমি না রক্ষিলে মাগো এ অধম জনে। 
শুদ্ধা-ভক্তি জ্ঞান মাগো লভিব কেমনে॥
 শুনিয়াছি লোকমুখে শাস্ত্রের বচন। 
কুপুত্র হলেও মাতা করেন যতন।।
এই আশা মনে লয়ে দীন শক্তিপদ। 
তোমার চরণ চিন্তা করে অবিরত।


You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement