সরস্বতী (Sarasvatī) হলেন হিন্দুধর্মে জ্ঞান, সংগীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী সরস্বতী, লক্ষ্মী ও পার্বতী হিন্দুধর্মে ‘ত্রিদেবী’ নামে পরিচিত। [ শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম- Saraswati 108 Names ]
দেবীর আবাহন গীত
এসো মাগো বাবাণী জানাই প্রণাম
বৈকুণ্ঠ ত্যজিয়া মাগো এসো মর্ত্যধাম ৷৷
অজ্ঞানের অন্ধকার দূর করিবারে।
এসো মাগো জ্ঞানদাত্রী এই মর্ত্যপুরে ৷৷
জ্ঞানহীন সবে মাগো সত্য নাহি জানে।
রক্ষা করো মাগো তুমি আপন সন্তানে।
অজ্ঞানতা মোহ পাশে সবে বাঁধা রয়।
নিত্য ছাড়ি অনিত্যের পথে সবে ধায়।।
অতি দীনহীন মাগো না জানি ভকতি।
নিজগুণে কৃপা কর দেবী সরস্বতী ।।
দীনহীন শক্তিপদ কিছু নাহি জানে।
কৃপা করি রেখো মাগো তব শ্রীচরণে।।
0 Comments