-->

শ্রী নাম কীর্ত্তনে সন্ধ্যায় তুলসী পরিক্রমাকালে মন্ত্র । Shree Hari Nam Kirton

শ্রী নাম কীর্ত্তনে সন্ধ্যায় তুলসী পরিক্রমাকালে মন্ত্র । Shree Hari Nam Kirton , জেনে নিন শ্রী নাম কীর্ত্তনে সন্ধ্যায় তুলসী পরিক্রমাকালে মন্ত্র । Shree Hari Nam Kirton PDF, শ্রী শ্রী নাম কীর্ত্তনে সন্ধ্যায় তুলসী পরিক্রমাকালে মন্ত্র । Shree Hari Nam Kirton mantra

শ্রী নাম কীর্ত্তনে


 শ্রী নাম কীর্ত্তন

(সন্ধ্যায় তুলসী পরিক্রমাকালে)


(হরি) হরষে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। 

যাদবায় মাধবায় কেশবায় নমঃ

 গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। 

গিরিধারী গোপীনাথ মদন মোহন। 

শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গোপ্তা।

 হরি, গুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা। 

শ্রীরূপ, শ্রীসনাতন, ভট্ট রঘুনাথ। 

শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ।

 এই ছয় গোসাঞির করি চরণ বন্দন।

 যাহা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পুরন। 

এই ছয় গোসাঞ্চি যার মুই তার দাস।

 তাঁ সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। 

তাদের চরণ সেটি ভক্তসনে বাস।

 জনমে জনমে হয় এই অভিলাষ।।

 এই ছয় গোসাঞ্চী যবে ব্রজে কৈলা বাস।

 রাধাকৃষ্ণ-নিত্যলীলা করিলা প্রকাশ ॥

 আনন্দে বল হরি ভজ বৃন্দাবন।

 শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন॥ 

আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। 

মধুর মধুর বংশী বাজে এইতো বৃন্দাবন।

 আনন্দে বল হরি ভজ বৃন্দাবন।

 শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগন।

 আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। 

ললিতা বিশাখা বৃন্দা যত সখীগণ।। 

আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। 

শ্রীকৃষ্ণ ভকত পদে মজাইয়া মন ।।

 শ্রীগুরু বৈষ্ণব পাদপদ্ম করি আশ। 

নাম সঙ্কীর্ত্তণ করে নরোত্তম দাস।!

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement