শ্রী বৈষ্ণব বন্দনা , শ্রী বৈষ্ণব বন্দনা | Baishnab bandana, জেনে নিন শ্রী বৈষ্ণব বন্দনা | Download Baishnab bandana, শ্রী বৈষ্ণব বন্দনা সম্পূর্ণ | Baishnab bandana with PDF, সম্পূর্ণ শ্রী বৈষ্ণব বন্দনা সম্পূর্ণ.
শ্রী বৈষ্ণব বন্দনা -১
বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ।
প্রথমে বন্দনা করি সবার চরণ।।
নীলাচল বাসী যত মহাপ্রভুর গণ।
ভূমিতে পড়িয়া বন্দো সভার চরণ।
নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত।
সভার চরণ বন্দোঁ হঞা অনুরক্ত ॥
মহাপ্রভুর ভক্ত যত গৌরদেশে স্থিতি।
সভার চরণ বন্দো করিয়া প্রণতি।।
যে দেশে যে দেশে বৈসে গৌরাঙ্গের গণ।
ঊর্দ্ধবাহু করি বন্দোঁ সবার চরণ।
হঞাছেন হইবেন প্রভুর যত দাস।
সভার চরণ বন্দোঁ দন্তে করি ঘাস।
ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে।
এ বেদ পুরাণে গুণ গায় যেবা শুনে ৷৷
মহাপ্রভুর গণ সব পতিত পাবন।
তাই লোভে মুই পাপী লইনু শরণ।।
বন্দনা করিতে মুঞি কত শক্তি ধরি।
তমো বুদ্ধি দোষে মুঞি দম্ভ মাত্র করি।
তথাপি মুকের ভাগ্য মনের উল্লাস।
দোষ ক্ষমি মো অধমে কর নিজ দাস৷৷
সর্ব্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে।
জগতে দুর্লভ হঞা, প্রেম ধন লুটে॥
মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়।
দেবকী নন্দন দাস এই লোভে কয়।
0 Comments