-->

2024 Dak Sankranti Date & Time | Nol Sankranti | ডাক সংক্রান্তি

 ডাক সংক্রান্তি হল হিন্দু বর্ষপঞ্জী অনুযায়ী আশ্বিন মাসের শেষ দিনে সমগ্র রাঢ়-বাংলার গ্রামীণ হিন্দু কৃষক সমাজের পালনীয় একটি লৌকিক উৎসব। এই সময় ধান্যক্ষেত্রে ফুল ধরা সবুজ ধানগাছকে গর্ভিণীজ্ঞানে পূজা করা হয় এবং সম্পদের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবীর আরাধনা করা হয়। তাছাড়া, বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনের মাধ্যমে কিংবদন্তির 'ডাক পুরুষ'-এর আশীর্বাদ লাভ করার কামনা করা হয়। পশ্চিমবঙ্গের নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাহাওড়াহুগলিবর্ধমানবাঁকুড়াবীরভূমমেদিনীপুর এমনকি উড়িষ্যাতেও 'ডাক সংক্রান্তি' পালিত হয়। তবে স্থানভেদে উৎসবের দিনটির হেরফের ঘটে। এই উৎসব টিকে কেউ কেউ স্থানীয় ভাষায় "নল সংক্রান্তি, ডাক সাঁকরাত" বা "মজুর সাঁকরাত' বা 'নলপোতা" ও বলে থাকেন। source: wikipedia

ডাক সংক্রান্তি


2024 Dak Sankranti Date & Time

উৎসবের নাম  উৎসবের দিন ও তারিখ

 ডাক সংক্রান্তি

বৃহস্পতিবার, 17 অক্টোবর, ২০২৪

বাংলা পঞ্জিকা অনুসারে- ৩০ আশ্বিন ১৪৩১

ডাক সংক্রান্তি সম্পর্কিত ছড়া

"আশ্বিন যায় কার্তিক আসে
মা লক্ষ্মী গর্ভে বসে
আমন ধানের সার বসে।
এপারের পোকামাকড় ওপারেতে যায়
ওপারের শিয়াল কুকুরে ধরে ধরে খায়।
হোঃ হো হো—।"
ডাক সংক্রান্তি


মেদিনীপুর অঞ্চলে ঐদিন ধানক্ষেতে শরকাঠি পোঁতার সময় কৃষকরা ছড়া বলেন—

"অন্ সরষে শশার নাড়ি
যারে পোকা ধানকে ছাড়ি
এখানে আছে খুদমালিকা
এখানে আছে ওল
মহাদেবের ধ্যান করে বলরে হরিবোল।"

দুই দিনাজপুর এবং বাংলাদেশের কিছু রাজবংশি অঞ্চলের ছড়া-
শৈলোক শৈ ...লোক
পোকা মাকড় দূর হোক দূর হোক,
হাঁসের ডিমা কচুর ফুতি,
আয় মা লক্ষ্মী হামার পিতি।

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement