শ্রীমহাপ্রভু ও রায় রামানন্দের প্রশ্নোত্তর । Shree Mahaprabhu & Ray Ramananda Question & Answers , নিচে শ্রীমহাপ্রভু ও রায় রামানন্দের প্রশ্নোত্তর PDF । Shree Mahaprabhu & Ray Ramananda Question & Answers Download PDF ebook.
শ্রীমহাপ্রভু ও রায় রামানন্দের প্রশ্নোত্তর
-ঃ বিদ্যা ঃ-
প্রভু কহে-কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার?
রায় কহে-কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর।
—ঃ কীৰ্ত্তি ঃ—
কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীৰ্ত্তি?
কৃষ্ণভক্ত বলিয়া যাঁহার হয় খ্যাতি ॥
-: সম্পত্তি :-
সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি ?
রাধাকৃষ্ণে প্রেম যাঁর সেই বড় ধনী ॥ -: দুঃখ :-
-ঃ দুঃখ :-
দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর?
কৃষ্ণভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি আর ॥
-: মুক্ত :-
মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি?
কৃষ্ণ প্রেম যাঁর সেই মুক্ত শিরোমণি ৷৷
: গান :-
গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম?
রাধাকৃষ্ণের প্রেমকেলি যে গীতের মৰ্ম্ম॥
-ঃ শ্রেয়ঃ :-
শ্রেয়ো মধ্যে কোন শ্রেয়ঃ জীবের হয় সার?
কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয়ো নহে আর॥
: স্মরণ :
কাহার স্মরণ জীব করে অনুক্ষণ?
কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ ৷৷
: ধ্যান :-
ধোয় মধ্যে জীবের কৰ্ত্তব্য কোন ধ্যান?
রাধাকৃষ্ণ-পদাম্বুজ ধ্যান প্ৰধান ৷৷
-: বাস :-
সর্ব্বত্যাজি জীবের কর্তব্য কোথা বাস?
শ্রীবৃন্দাবন ভূমি, যাঁহা নিত্য লীলা রাস ৷৷
-: শ্রবণ :—
শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ?
রাধা কৃষ্ণ প্রেমলীলা কর্ণরসায়ন ৷
—ঃ উপাস্য :—
উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান?
শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধাকৃষ্ণ নাম ৷
—ঃ দুর্গতি ঃ—
ভুক্তি-মুক্তি বাঞ্জে যেই, কোথা দোঁহার গতি?
স্থাবর দেহ দেব দেহ যৈছে অবস্থিতি৷৷
-: জ্ঞান :
অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্বফল।
রসঙ্গ কোকিল খায় প্রেমাত্ৰ মুকুল ৷৷
-: প্রেম :
অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্কজ্ঞান।
কৃষ্ণপ্রেমামৃত পান করে ভাগ্যবান ৷৷
You May Like Also Also Like This
0 Comments