অষ্ট সখী বন্দনা | Asta Sakhi Bandhana । অষ্ট সখী বন্দনাটি শ্রী শ্রী হরিনাম সংকীর্তন করার সময় জপ করা হয়। এটি সাধারণত শ্রী মদ ভগবত বন্ধনা, শ্রীকৃষ্ণ বন্ধনা, শ্রী নৃসিংহ দেবে বন্ধনার পর জপ করা হয়ে থাকে।
অষ্ট সখী বন্দনা
যাং কামপি ব্রজকুলে বৃষ ভানুজায়াঃ
প্রেক্ষ্য স্বপক্ষ-পদবী মনুরুদ্ধ্যমানাম্।
সদ্য স্তদিষ্ট-ঘটনেন কৃতার্থয়ন্তী
দেবীং গুণৈঃ সুললিতাং ললিতাং নমানি ৷৷
ললিতা চ বিশাখা চ চিত্রা চম্পকবল্লিকা ।
রঙ্গদেবী সুদেবী চ তুঙ্গবিদ্যেন্দুরেখিকা ৷৷
এতাভ্যোঽষ্টসখীভ্যশ্চ সততঞ্চ নমো নমঃ।
তথাপি মম সৰ্ব্বস্বা ললিতা সৰ্ব্ববন্দিতা ৷৷
Tag: অষ্ট সখী বন্দনা | Asta Sakhi Bandhana, জেনে নিন অষ্ট সখী বন্দনা | Asta Sakhi Bandhana Free PDF Download
You May Like Also Also Like This
0 Comments