-->

শ্রীশ্রীলক্ষ্মীর অষ্টোত্তর শতনাম Sree Lakshmi Ashtottara Satanaama Stotram

শ্রীশ্রীলক্ষ্মীর অষ্টোত্তর শতনাম Sree Lakshmi Ashtottara Satanaama Stotram, নিম্নে শ্রীশ্রীলক্ষ্মীর অষ্টোত্তর শতনাম শেয়ার করা হল।  Sree Lakshmi Ashtottara Satanaama With PDF .

শ্রীশ্রীলক্ষ্মীর অষ্টোত্তর শতনাম



শ্রীশ্রীলক্ষ্মীর অষ্টোত্তর শতনাম

পদ্মপলাশাক্ষি নাম জয় জয় জয়। ১
 মহালক্ষ্মী নামে হয় সর্ব্বরোগ ক্ষয়৷৷২ 
 সুরেশ্বরী নামে নতি করি ভক্তিভরে।৩
 হরিপ্রিয়া নাম স্মরি অন্তর-মাঝারে ।।৪
 পদ্মালয়া নামে লক্ষ্মী পদে নমস্কার।৫
সর্ব্বদাত্রী নামে। হয় বিভব-সঞ্চার॥৬
 বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবীরে।৭
ক্ষীরোদধিসুতা নাম স্মরি ভক্তিভরে।।৮
জগন্মাতা নামে নতি পদযুগে করি।৯
হৃদিমাঝে দয়াবতী নাম সদা স্মরি৷৷১০
 ত্রৈলোক্যতারিণী নাম করি গো স্মরণ৷৷১১
বসুবৃষ্টিকরী নাম জগত-পাবন৷৷১২
সৰ্ব্বভূত হিতৈষিণী নামে নমস্কার।১৩
দেবদেবেশ্বরী নাম সার হৈতে সার। ১৪
ভুবনপাবনী নাম স্মরি গো অন্তরে।১৫
চপলা নামেতে নতি করি ভক্তিভরে৷৷১৬
ভুবন-জননী নাম স্মরি বার বার।১৭
আর্ভিহন্ত্রী নাম স্মরি অন্তর-মাঝার৷৷১৮
ওগো দেবি তব নাম দারিদ্রহারিণী। ১৯
স্মরিলে দুঃখের নাম কমলবাসিনী৷৷২০
ললিতা নামেতে নতি তোমার চরণে। ২১
 প্রদ্যুম্ন-জননী নাম স্মরি হৃষ্টমনে।।২২
শরণ্যা নামেতে হয় দুঃখ বিনাশন। ২৩
শীলাবতী নামে স্মরে যত ভক্তগণ৷৷২৪
পিতৃ-মাতৃরূপা নাম স্মরি হৃদিমাঝে। ২৫
সম্পত্তিদায়িনী নামে সবে সুখে মজে৷৷২৬
বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার। ২৭
কল্যাণী নামেতে তোমা করি নমস্কার।।২৮
সাগর নন্দিনী নাম সাগর-ভবনে। ২৯
গুণরাশি প্রসবিনী তোমা সবে ভণে৷৷৩০
ক্ষমাশীলা নাম তব বিদিত ভুবন।৩১
ভগবতী নামে তোমা ডাকে সৰ্ব্বজন৷৷৩২
শুদ্ধসত্ত্ব-স্বরূপিণী তোমারই নাম।৩৩
সম্পত্তি-রূপিণী হয় তোমার আখ্যান।।৩৪
পাৰ্ব্বর্তী নামেতে তুমি বিরাজ কৈলাসে।৩৫
স্বর্গলক্ষ্মী নাম তব অমর-নিবাসে৷৷৩৬
মর্ত্যলক্ষ্মী নাম তব ভূতলে প্রচার।৩৭
গৃহলক্ষ্মী নাম খ্যাত গৃহীর আগার৷৷৩৮
বৈকুণ্ঠে বৈকুণ্ঠপ্রিয়া তব এক নাম।৩৯
গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখ্যান৷৷ ৪০
ব্রহ্মলোকে তব নাম সাবিত্রী সুন্দরী।৪১
বৃন্দাবন-বনে নাম ধর রাসেশ্বরী৷৷৪২
গোলোকে তোমার নাম কৃষ্ণপ্রাণাধিকা।৪৩
ভক্ত হৃদে তব নাম সর্ব্বার্থ সাধিকা৷৷৪৪
মালতী নামেতে থাক মালতী-কাননে। ৪৫
চন্দ্রা নামে শোভা পাও চন্দনের বনে৷৪৬
সুন্দরী তোমার নাম শতশৃঙ্গে জানি।৪৭
কুন্দবনে কুন্দদন্তী নামে খ্যাত তুমি৷৷৪৮
পদ্মাবতী নাম তব হয় পদ্মবনে।৪৯
কৃষ্ণপ্রিয়া তব নাম ভাণ্ডীর কাননে৷৷৫০
কেতকী কাননে তব সুশীলা আখ্যান।৫১
রাজগৃহে রাজলক্ষ্মী তব এক নাম৷৷ ৫২
আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সৰ্ব্বস্থানে।৫৩
সিদ্ধগণ ডাকে তোমা সিদ্ধিদাত্রী নামে।।৫৪
এক নাম ধর তুমি শ্রীকদম্বমালা।৫৫
কোচবধূপুরে তুমি কোচরাজবালা৷৷৫৬
সুমতি নামেতে তুমি খ্যাত সৰ্ব্বস্থান।৫৭
কুমতি-নাশিনী হয় তব এক নাম৷৷৫৮
এক নাম ধর তুমি সুপ্রিয়বাদিনী।৫৯
কুলিনা তোমার নাম, ওগো সুভাষিণি৷৷৬০
স্বাহা নামে শোভা পাও অগ্নির গোচরে। ৬১ 

স্বধা নাম ধর সদা পিতৃলোকপুরে৷৷৬২
যজ্ঞবিদ্যা তব নাম জগতে প্রচার। ৬৩
গুহ্যবিদ্যা নামে তোমা করি নমস্কার৷৷৬৪


আন্বীক্ষিকী তব নাম বিদিত ভুবন।৬৫ 
দণ্ডনীতি বলি নাম করহ ধারণ৷৷৬৬ 
জগদ্রুপা নামে তুমি বিদিত জগতে।৬৭
সুধা নামে খ্যাত তুমি শশাঙ্কপুরেতে।।৬৮
এক নাম মেধা তুমি করিছ ধারণ।৬৯
শ্রদ্ধা নামে ডাকে তোমা শ্রদ্ধাশীল জন।।৭০
সৰ্ব্বত্র বিদিত তুমি মহাবিদ্যা নামে। ৭১
মৃতসঞ্জীবনী নাম শমন-ভবনে৷ ৭২
মহাভাগা এক নাম জানি গো তোমার।৭৩
সর্ব্বর্যজ্ঞময়ী নাম সর্ব্বত্র প্রচার।।৭৪
মোক্ষদা নামেতে কর = মোক্ষ বিতরণ।৭৫
সুরভি নামেতে কর গো-ধন রক্ষণ।৭৬
সুখদা নামেতে সুখ দেও সবাকারে।৭৭
হর্ষদা নামেতে তোমা স্মরি বারে - বারে।।৭৮
শ্রীদাত্রী তোমার নাম করি গো স্মরণ। ৭৯
শস্যা নামে কর তুমি শস্য বিতরণ৷৷৮০
মহাদেবী তব নাম হিমালয়-ঘরে।৮১
সুমেরুবাসিনী নাম সুমেরু-শিখরে।।৮২
ধৰ্ম্মধাত্রী তব নাম ধর্ম্মের গোচর।৮৩
প্রভাবতী নামে ডাকে সতত ভাস্কর৷৷৮৪
পরমার্থদাত্রী নাম করহ ধারণ।৮৫
ক্রোধহীনা তব নাম বিদিত ভুবন৷৷৮৬,
হরিদাস্য-প্রদায়িনী আখ্যান তোমার। ৮৭
কারণরূপিণী নাম জগতে প্রচার৷৮৮
অসারহারিণী নাম খ্যাত সৰ্ব্বস্থানে। ৮৯
 নারায়ণ-পরায়ণা নামে তোমা ভণে৷৷৯০
এক নাম ধর তুমি মহাপুণ্যবতী।৯১
নন্দিকেশী নাম তব খ্যাত বসুমতী।।৯২
শচী - নামে শোভা পাও দেবরাজপুরে।৯৩
ভোগবতী নামে থাক পাতাল নগরে।।৯৪
অরিষ্টনাশিনী নাম জগতে প্রচার।৯৫
হরিহৃদি-বিলাসি - হরির আগার৷৷৯৬
একবীরা নাম তুমি করহ ধারণ।৯৭
ভ্রামরী নামেতে কর ভুবন ভ্রমণ৷৷৯৮
বিরোধিনী তব নাম খ্যাত ভুমণ্ডলে।৯৯ -
দিগগজগণে তোমা বিধাতৃকা বলে৷৷১০০
শিবদূতী নাম তব জগতে = প্রচার। ১০১
ষট্‌পা তব নাম বেদের মাঝার।।১০২
হুঙ্কাররূপিণী নাম সমর অঙ্গনে।১০৩
 জন্তণী নামেতে খ্যাত যোদ্ধার সদনে। ১০৪
ভক্তাভীষ্ট-বিধায়িনী তব এক নাম।১০৫
 বিনোদিনী নামে তুমি খ্যাত সৰ্ব্বস্থান৷৷১০৬
 মদন-দমনী নাম মদনের পুরে। ১০৭
শ্রীরতিসুন্দরী নাম - রতির গোচরে।।১০৮ 

নামমালা ভক্তিভরে করিয়া শ্রবণ। শ্রীলাভ করেন পুনঃ অমর-রাজন৷৷

সমাপ্ত

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement