-->

শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মালসা ভােগের ফর্দ - Chaitanya Mahaprabhu

Sri Sri Gourang Mahaprabhu (গৌরাঙ্গ মহাপ্রভুর মালসা ভােগের ফর্দ ): চৈতন্য মহাপ্রভুর পূর্বাশ্রমে নামকরণ 'শ্রীশ্রী বিশ্বম্ভর মিশ্র'করা হয়েছিল। তার গাত্রবর্ণ গৌর ও স্বর্ণালি আভাযুক্ত ছিল বলে তাকে 'গৌরাঙ্গ' বা 'গৌরচন্দ্র' নামে অভিহিত করা হয়। চৈতন্য মহাপ্রভু (১৪৮৬ খ্রিঃ – ১৫৩৩ খ্রিঃ) ছিলেন পূর্ব এবং উত্তরভারতের এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক।

Sri Sri Gourang Mahaprabhu


শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মালসা ভােগের ফর্দ

পাঁচ প্রভুর মালসা—৫টি

শ্ৰীশুরুর মালসা-১টি (মােট-৬টি) শ্রীগুরুদেবের উড়ানী- —ি১খানা।

নতুন বস্ত্রে পাঁচ প্রভুর আসন—৫টি :

গুরুদেবের আসন—১টি

প্রত্যেকটি আসনে ১টি পান, ১টি সুপারি, সুপক্ক কাঠালি রম্ভা ১টি, পৈতা ১টি, ফুলের মালা ১টি করে, তুলসী ১টি করে।

পাঁচ প্রভুর ধুতি—৫খানা।

পাঁচ প্রভুর উড়ানী—৫খানা।

শ্রীগুরুদেবের ধুতি—১খানা।

সাজা পান৬টি।

জলপূর্ণ গেলাস বা পাত্র-৬টি।

খড়ের বিড়া—৬টি।

 খড়কে—৬টি। 

মালসা—১টি।

আতপ চালের চিড়া, অভাবে খই ৫০০ গ্রাম।উখড়া বা মুড়কী— -২৫০ গ্রাম, দধি বা দুগ্ধ—৫০০ গ্রাম, চিনি বা আখের গুড়–২৫০ গ্রাম, ফলমূলের টুকরাে সব রকমের। খাঁটি সন্দেশ বা ক্ষীরের সন্দেশ ২টি বা ৪টি। বড়াে এলাচ গুঁড়াে, গােল মরিচ গুঁড়াে, সৈন্ধব লবণ, চন্দন, ধুপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, পানিশঙ্খ, আরতির বস্ত্র, চামর, বৈষ্ণব পূজার দক্ষিণা।

বিঃ দ্রঃ

উপরােক্ত ফর্দ অনুসারে সমস্ত দ্রব্য শুধুমাত্র ১টি মালসা ভােগের জন্য লাগবে। যিনি যতগুলি মালসা দিবেন বা মানত করেছেন, তিনি সেই সংখ্যক মালসার ব্যবস্থা করবেন।

মহামন্ত্র
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement