মা মনসা বিভিন্ন ধার্মিক ও সাংস্কৃতিক সংস্করণে প্রতিষ্ঠিত হয়েছেন, এবং তার ভক্তদের মধ্যে প্রচলিত আচার-আচরণ বিভিন্ন সংস্কৃতির অনুসারে পরিচিত হতে পারে। মনসা হিন্দু পর্বতীয় অঞ্চলে এবং বাঙালি সম্প্রদায়ে অত্যন্ত প্রচলিত দেবী, সহজগামী এবং মানুষকে সুখ, স্বাস্থ্য এবং ভালোবাসা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে।
মা মনসার প্রতীক হলো সর্প (সাপ)। তিনি মোহজাল, মনোবিশ্বাস এবং ভয়ংকর ঘটনা থেকে বাঁচার শক্তি প্রদান করেন। মা মনসার ছয় মুখ এবং হেড়ের উপরে অধিষ্ঠিত একটি হলুদ রঙের মার্কা রয়েছে। তিনি সদাই পূর্ণিমা এবং নবমী তিথিতে উত্সব প্রস্তুত হয়ে থাকেন।
মনসাদেবীর স্তুতি
নমস্তে মনসা দেবী গৌরিকান্ত প্রিয়াত্মজে।
পদ্মবন সমস্তুতে সর্ব্বজীব শুভপ্রদে ॥
আশীর্ভয় সন্ত্রস্তানাং জীবনাং ত্রাণকারিণি।
প্রণমি পদ্মাম্বুজে নিখিলতাপনাশিনী।
বন্দে দেবি মহামায়া জগৎকারু মুনিজায়া
সুরাসুর নরের জননী।
ত্রিলোকের ধাত্রীমাতা সর্ব্বজীব পালয়িতা
সৃষ্টি স্থিতি প্রলয়-কারিণী ॥
শঙ্করের প্রিয়াত্মজা সর্ব্বস্থানে তব পূজা
মহাদেবী মনসা সুন্দরী।
পাপতাপ শোকজরা মুগ্ধ কর বসুন্ধরা
সর্ব্বলোকে দয়া দান করি।
চারুকান্তি শুভাননা অঙ্গে আভরণ নানা
অঙ্গদ বলয়া আদি করি।
মুখে মন্দ মৃদু হাস অতীব মধুর ভাস
উপবিষ্টা ফণীর উপরি ॥
স্বর্গ মর্ত্য রসাতলে আগমন পুরাণে বলে
কৃপাময়ী জগতের জ্যোতি।
এক মনে এক ভাবে যে জন তোমায় পুজে
তার বল কিসের দুর্গতি ৷৷
কৃপা কর যার প্রতি তুমি মাগো ভগবতী
মন জানি দুঃখ কর নাশ।
নিজ গুণে কৃপা করি ভব কন্যা রূপ ধরি
মর্ত্যে মাগো তোমার প্রকাশ।
আমি অতি দুরাচার কিসে হব ভব পার
তাই ভাবি চিত্তে অনুক্ষণ।
পন্থা সুগম কর কৃপা করি দাও বর
যাতে হয় অভীষ্ট পুরণ ।।
0 Comments