হিন্দুধর্মের বৈষ্ণব সম্প্রদায় ও বৈষ্ণব ধর্মগ্রন্থগুলিতে যেসব জনপ্রিয় দেবতার কথা পাওয়া যায়, তার অন্যতম হলেন রাম। সারা দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় রাম জনপ্রিয় দেবতা। লোকবিশ্বাসানুসারে, রামের জন্মস্থান হল ভারতের অযোধ্যা শহর। সেখানে "রামলীলা" বা শিশু রামের মূর্তিপূজা হয়। রাম-সংক্রান্ত উপাখ্যানের প্রধান উৎস হল বাল্মীকি রচিত ভারতীয় মহাকাব্য রামায়ণ।
রাম শব্দের ফল উচ্চারণে ফল লাভ
'রা'-কারে গৌরবর্ণশ্চ বরশক্তিভবেধ্রুবা।
রবি সোম সমোবর্ণস্তমোরাশিং দহেৎ ক্ষণাৎ।।
'ম'-কারো জ্যোতিরূপাশ্চ নির্জস, স সদাস্থিত।
মিথ্যাবাক্যকৃতং পাপং 'ম'-কারো দহতি ক্ষণাৎ।।
বঙ্গানুবাদ:
'রা' শব্দের বর্ণ সূর্য্য চন্দ্র জ্যোতিস্বিরূপ ও বর এবং শক্তিদায়ক। অজ্ঞানরূপ তমোনাশক। বর, শক্তি, ধৃতিদায়ক। এই শব্দের উচ্চারণে তমোরাশি ধ্বংস হয়। 'ম'-কার শব্দ জ্যোতি স্বরূপ ও নিষ্কলঙ্ক। নিত্য, সদাস্থায়ী। মিথ্যা বাক্যাদি সমস্ত পাপরাশি এই শব্দে ধ্বংস হয়।
You May Like Also Also Like This
0 Comments