মা মনসার জন্মকথা | মা মনসার জন্মকথা | Devi Manasa Janmakatha | জেনে নিন মা মনসার জন্মকথা | Devi Manasa Janmakatha With PDF | মা মনসার আসল জন্মকথা | Devi Maa Manasa Janmakatha
মা মনসার জন্মকথা
একদিন সাজি হাতে দেব পঞ্চানন।
পুষ্প চয়ন হেতু পদ্মবনে করেন গমন ।
আগে গিয়া হৈমবতী মায়া রূপ ধরি।
সৃজিলেন পদ্মবনে নদী আর তরী ॥
আপনি পাটনী হ'য়ে বসেন তরণী উপর।
হেনকালে সাজি হাতে আসিলেন শঙ্কর।
রূপবতী নারী হেরি তরণী উপর।
মুগ্ধ হয়ে সকাতরে বলিল শঙ্কর।
কেবা তুমি আলো করি আছ পদ্মবন।
বাসনা পুরাও মোর দিয়া আলিঙ্গন।
এত বলি আগে বাড়ি চলিল ধরিতে।
অন্তর্হিতা হন দেবী দেখিতে দেখিতে।
লজ্জিত হইয়া শিব আনত বদন।
শুন্যোপরি পাখীশব্দ করিল শ্রবণ
উর্দ্ধে চেয়ে দেখে সেই চকোর-চকোরী।
মনের হরষে কেলি করে শূন্যোপরি ।
তাহা দেখি কামবশ হয় পঞ্চানন।
তার বীর্য্য পদ্মপত্রে হইল পতন।।
পাতাল ভেদিয়া বীর্য্য রসাতলে যায়।
বাসুকী পাইয়া রক্ষা করিলেন তায়।
শিব-বীর্য্যে মনসা দেবী লভিলা জনম।
দিনে দিনে বাড়ে কন্যা শশীকলা সম ।।
একদা দেবী মনসা বাসুকীরে কয়।
কাহার নন্দিনী আমি দেহ পরিচয়।
তখন সকল কথা বাসুকী বলিল।
শিবেরে দেখাতে সঙ্গে লইয়া চলিল ।
পদ্মবনে মনসারে করিল স্থাপন।
দেখিতে দেখিতে তথা আসে পঞ্চানন ।।
দিব্য নারী দেখি কাম জন্মিল তাঁহার।
ধরিতে তাহাকে বাহু করেন প্রসার।
কি কর, কি কর বলি বিষহরি কয়।
আমি যে নন্দিনী তর ওহে দয়াময় ।।
তখন ধ্যানেতে সব জানি পঞ্চানন।
সাজিতে কন্যারে লয়ে করিল গমন।
কৈলাসে লইয়া গেল দেব শূলপানি।
তথায় দেখিয়া তারে হরের গৃহিণী।
পতির যুবতী ভার্য্যা করিয়া চিন্তন।
বাম চক্ষু নষ্ট তার করিল তখন ।।
তাহা দেখি বিষাদেতে কহে শূলপানি।
করিলে অন্যায় কাজ শুনগো ভবানি ।।
আমার নন্দিনী এই বিষহরি হয়।
না বুঝিয়া অনুচিত করিলে নিশ্চয় ।
এত বলি মনসারে লইয়া তখন।
সিজুয়া পর্ব্বতে ত্বরা করে গমন।
বিশ্বকর্মা দ্বারা তথা করি দিব্য ঘর।
মনসা দেবীরে তথা স্থাপিলেন হর ৷
তখন মনসা কহে শুন ভগবান।
একাকী কেমন হেথা করিব যাপন ॥
অনেক চিন্তিয়া তখন দেব শূলপানি।
কপালের ঘর্ম মুছে হস্তেতে তখনি।
এক কন্যা তাতে করে জনম ধারণ।
মনসার সাথী রূপে রহে সর্বক্ষণ।
কিসে নিজ পূজা হবে জগতে প্রচার।
মা মনসা এ চিন্তা করেন নিরন্তর ।।
You May Like Also Also Like This
0 Comments