সনাতন দাসকৃত শ্রীগুরু পাদপদ্ম বন্দনা | Shree Guru Padpadam Bondhana, শ্রী শ্রী গুরু-বন্দনা।শ্রীগুরু বন্দনা শ্রীগুরুচরণপদ্ম, শ্রীশ্রীপ্রভুপাদপদ্ম-স্তবক জেনে নিন সনাতন দাসকৃত শ্রীগুরু পাদপদ্ম বন্দনা | Sanatan Daskrito Shree Guru Padpadam Bondhana
সনাতন দাসকৃত শ্রীগুরু পাদপদ্ম বন্দনা
ভবের নিস্তার লাগি নন্দসুত হরি।
ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি।।
মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান।
গুরু আজ্ঞা হৃদে সব এক করি মান।।
সত্যজ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস।
অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস।।
যার প্রতি গুরুদেব হন পরসন্ন।
কোন দিনেই নেই নাহি হয় অবসন্ন ।।
কৃষ্ণ রুষ্ট হৈলে গুরু রাখিবারে পারে।
গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে।।
গুরু মাতা গুরু পিতা গুরু হ'ন পতি।
গুরু বিনা এ সংসারে নাহি আর গতি।।
গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখন।
গুরু নিন্দা কভু কর্ণে না কর শ্রবণ।।
গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে।
যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে।।
গুরুর বিক্রিয়া যদি দেখহ কখন।
তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন।।
গুরু পাদপদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি।
জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি।।
হেন গুরু পাদপদ্ম করহ বন্দনা।
যাহা হৈতে ঘুচে যাবে সকল যাতনা।।
গুরু পাদপদ্ম নিত্য যে করে বন্দন।
শিরে ধরি বন্দি আমি তাহার চরণ।।
শ্রীগুরু চরণ পদ্ম হৃদি করি আশ।
শ্রীগুরু বন্দনা করে সনাতন দাস।।
Read This-
You May Like Also Also Like This
0 Comments