মৃতদেহ ছুঁলে স্নান করতে হয় কেন? , Why do you have to take a bath if you touch the dead body? যুগ যতই উন্নতি ঘটুক না কেন? কিছু কিছু প্রথা পূর্ব পরুষ থেকে চলে আসছে এবং তা বংশ পরম্পরায় চলে। বর্তমানে পুরনো প্রথাগুলো অনেক বিলুপ্তি ঘটতে চলছে।
মৃতদেহ ছুঁলে স্নান করতে হয় কেন?
বিশেষ করে গ্রামাঞ্চলে এই প্রথা যথেষ্ঠ চালু আছে। তবে মনে হয় অতীতে যখন মানুষ বহু দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যেত, তখন তার দেহ ও বিছানা ঘিরে থাকতো ঐসব মারাত্মক রোগজীবাণু। যেমন কলেরার মতো ছোঁয়াচে রোগজীবাণুও। ফলে তারা সাবধানতাবশতঃ মৃতদেহ ছুঁতো না। এবং ছোঁয়া হয়ে গেলে স্নান করে কাপড়-জামা কেচে ঘরে ঢুকতো। এমন কি বাড়ী ঢোকার আগে আগুন দিয়ে পায়ের তলা সেঁকতো এবং এখনো হয়।
You May Like Also Also Like This
0 Comments