-->

হনুমান অষ্টক সংকট মোচন মন্ত্র | Hanuman Ashtak | শ্রীহনুমানাষ্টক

হনুমান অষ্টক | Hanuman Ashtak শ্রীহনুমানাষ্টক, Sri Sankatmochan Hanuman Ashtak in Bengali, Hanuman Ashtakam ( Sankata Mochana ) Bengali PDF, Shree Hanuman Ashtak, Sankatmochan Hanuman Ashtak (संकट मोचन हनुमानाष्टक), সংকট মোচন হনুমান মন্ত্র বাংলা

হনুমান অষ্টক হিন্দু ধর্মের একটি প্রসিদ্ধ স্তোত্র। এই হনুমান অষ্টকটি হনুমান জির গুণগানে শ্রদ্ধাভাজনদের মধ্যে দিয়ে পঠিত হয়। হনুমান অষ্টকটি আধুনিক সময়ে অনেক সংগ্রহণ বই এবং মিডিয়ায় প্রসারিত হয়েছে। এই অষ্টকে অষ্ট পয়েন্টসহ একটি তালিকা বিন্যাস করা হয়েছে এবং প্রতিটি পয়েন্টে একটি নিবন্ধ অথবা গান রয়েছে।



 শ্রীহনুমানাষ্টক

জয় জয় মহাবীর হনুমান জয়। 

ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায়।

 বাল্যকালে দিবাকরে করিলে ভক্ষণ। 

তাহে অন্ধকার হৈল এই ত্রিভূবন।। 

ত্রাসেতে ত্রিলোক সব কাঁপে থর থরে। 

কেন বা এমন হৈল সবে চিন্তা করে। 

দেবগণ আসি তোমার মিনতি করিল। 

রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিল। 

কেহ জানিত না কপি নামটি তোমার।

 সঙ্কট মোচন নাম হয় যে তোমার ॥ ১৷৷ 

কলির ত্রাস যে তুমি গিরি বাসকারী। 

জন্মাবধি প্রভু তোমা সন্ন্যাসী নেহারি ॥

 সহসা মহামুনি তোমা শাপ দিলে।

 কি জানি কি বিচার তুমি করেছিলে। 

পরম দয়াল তুমি জানে সর্বজন। 

এ দাসের দুঃখ তুমি কর নিবারণ। ২।

অঙ্গদেরে সঙ্গে লয়ে সীতা অন্বেষণে। 

সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে।

 পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া।

 মহাসাগরের তীরে রহিলে বসিয়া। 

বানরগণের তুমি দিলে আশ্বাসন।

 কৃপা করি কর মোর সঙ্কট মোচন ॥৩॥

 জয় রাম বলি তুমি এক লম্ফ দিলে। 

আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে। 

শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দরশন। 

করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ।। 

অশোক কাননে সীতা পাইলে দেখিতে।

 আমারে রক্ষহ তুমি এই সঙ্কটেতে॥৪॥

 রামের অঙ্গুরী দিয়া জানকীর করে। 

প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে। 

চেড়ীগণ মুখে রাবণ পাইল শুনিতে। 

দূতগণে পাঠাইল বাঁধিয়া আনিতে ॥ 

সূক্ষ্ম দেহে মহাবীর তুমি দিলে ধরা। 

আমার সঙ্কট প্রভু দূর কর ত্বরা ॥৫॥

 অতঃপর বিরাট রূপ করিলে ধাকরণ।

 যত বস্ত্র ছিল ল্যাজে বাঁধে দূতগণ। 

তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে।

 তুমি জয় রাম বলি উঠিলে আকাশে।

 সে আগুনে সারা লঙ্কা করিলে দাহন। 

এ দাসের কর প্রভু সঙ্কট মোচন ॥৬॥

অশোক কাননে তুমি এলে পুনরায়।

লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায়।

শুনিয়া জনকসুতা আনন্দিত হৈল। 

বর দিয়া তোমার অগ্নি নিবারিল।

 আম্রকুঞ্জে ঢুকি সব কৈলে খান খান। 

মোরে তুমি এ সঙ্কটে কর পরিত্রাণ ॥৭॥ 

সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে। 

শ্রীরামের শ্রীচরণে সকলি জানালে। 

অতঃপর করা হলো সাগর বন্ধন। 

লঙ্কাপুরী প্রবেশিলে লয়ে সৈন্যগণ।। 

মৃত সঞ্জীবনী আনি লক্ষ্মণে বাঁচাও। 

কৃপা করি এ দাসের সঙ্কট ঘুচাও॥৮॥ 

জয় জয় মহাবীর হনুমান জয়। 

ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবায়।

 জয় জয় বজরঙ্গী চির ধন্য তুমি। 

তোমার চরণে সদা প্রণত যে আমি।। 

তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব চরাচরে।

 রামরূপ দেখাইলে হৃদয় মাঝারে। 

নিজ বক্ষ নিজে তুমি করি বিদারণ। 

তার মাঝে রামরূপ করালে দর্শন। 

হনুমানাষ্টক হেথা সমাপ্ত হইল।

 জয় রাম জয় হনুমান ভক্তগণ বল।


হনুমান অষ্টকের কিছু সারংশ:


  • শ্রীগুরুচরণ সরোজ রজঃ: এই শোকহারিণী স্তোত্রটি শ্রীগুরুর প্রণাম এবং হনুমানের আশীর্বাদ প্রাপ্তির জন্য।
  • জয হনুমান গ্যায়কঃ হনুমানের জয়গান, তার বীরত্ব এবং গুণগানের মাধ্যমে তার প্রশংসা।
  • মহাবীর বিক্রম বাজরঙ্গী: এই স্তোত্রটি হনুমানের বীরত্ব এবং মহাবলি নিয়ে।
  • সংকটকটি বিরটি ঵ারণাঙ্গল্য কূপঃ হনুমান এবং তার শক্তির সামরিক প্রদর্শন।
  • বিদ্যাবারিধি বিকাসিত গুণঃ হনুমানের জ্ঞান, বুদ্ধি, এবং বিশ্বাসের উত্সাহনিয়ামক প্রশংসা।
  • রামদূত আতুলিতবল ধামা: হনুমানের রামকে অধীন করে তার কাজে উদ্বুদ্ধি, শক্তি, এবং প্রতিবাদ দেখানোর স্তোত্র।
  • মহাবীর ভীষণ পানি বিরাজয় কুমারঃ হনুমানের মহাবলি ও শক্তিশালী স্বভাব বর্ণনা।
  • দোষ নিবারণে জগজলং শ্রীযঃ: হনুমানের প্রশংসা এবং তার কাজের ফলে ভক্তের সংকট ও দোষ নিবারণে তার প্রসাদ।

হনুমান অষ্টকের পঠন এবং শ্রদ্ধার মাধ্যমে ভক্তদের মন অনুগ্রহী করা হয়।
জেনে নিন- 
You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement