শ্রীতুলসী
শ্রীতুলসী বা রামতুলসী হল হিন্দু ধর্মে একটি পবিত্র উদ্ভিদ। এটি তুলসীর একটি প্রকার যা বিশেষভাবে রাম ভগবানের পূজার জন্য ব্যবহৃত হয়। শ্রীতুলসীর পাতা তুলসীর পাতার চেয়ে একটু আকারে বিশিষ্ট এবং সুগন্ধি। হিন্দু ধর্মে এটি পূজা করা হয় এবং কারণ এর মধ্যে রয়েছে বিশেষ ধার্মিক মূল্য। শ্রীতুলসী এর চিকিৎসাগুলো তুলসীর পাতা ব্যবহার করে করা হয়।
শ্রীতুলসী প্রণাম
বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ।
কৃষ্ণভক্তি-প্রদে দেবি সত্যবত্যৈ নমো নমঃ৷৷
তুলসীর ধ্যান
ওঁ ধ্যায়েদ্দেবীং নবশশীমুখীং পক্কবিম্বাধরোষ্ঠীং,
বিদ্যোতন্তীং কুচযুগভরানম্রকল্পাঙ্গিযষ্টিম্।
ঈষদ্ধাস্যাং ললিতবদনাং চন্দ্রসূৰ্য্যাগ্নিনেত্রাং,
শ্বেতাঙ্গীং তামভয়বরদাং শ্বেতপদ্মাসনস্থাম্।।
মন্ত্র-শ্রীং হ্রীং ক্লীং ঐং বৃন্দায়ৈ নমঃ।
তুলসীগাছে জল দেবার প্রণাম মন্ত্র
তুলসী তুলসী মাধবীলতা,
কও তুলসী কৃষ্ণকথা।
কৃষ্ণকথা শুনলে কানে,
দ্বাদশ প্রণাম তোমার চরণে।
তুলসীগাছে জল দিয়া উপরোক্ত মন্ত্র তিনবার বলিয়া প্রণাম করিবে।
তুলসীগাছে জল ঢালিবার মন্ত্র
তুলসী তুলসী নারায়ণ,
তোমার শিরে ঢালি জল, প্রকারান্তর-।
তুমি তুলসী বৃন্দারন। অন্তিমকালে দিও স্থল।
শুদ্ধ হাতের নুড়ো।
জলশুদ্ধ স্থলশুদ্ধ এক তোলা মৃত্তিকে শুদ্ধ,
বৃন্দেরাণী জুড়োও।
প্রতিদিন স্নানান্তে উপরোক্ত মন্ত্র তিনবার বলিয়া তুলসীগাছে জল দিবে'।
তুলসীপাতা তুলিবার মন্ত্র
ডালে কৃষ্ণ পাতায় হরি,
সরে ব'সো কৃষ্ণ তুলসী-তুলি।
এই মন্ত্র পাঠ করিতে করিতে তিনবার হাততালি দিয়া তুলসীপাতা তুলিবে।
0 Comments