-->

তুলসী প্রণাম মন্ত্র । Tulsi Pranam Mantra - শ্রী তুলসী প্রণাম

তুলসী একটি পরিচিত ঔষধিয় উদ্ভিদ। এটি বাংলাদেশ, ভারত এবং নেপালে পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম Ocimum tenuiflorum। তুলসী পাতা ব্যবহার করে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের প্রোটিন, ভিটামিন এবং মিনারেল।

Tulsi Pranam Mantra

 

শ্রীতুলসী

শ্রীতুলসী বা রামতুলসী হল হিন্দু ধর্মে একটি পবিত্র উদ্ভিদ। এটি তুলসীর একটি প্রকার যা বিশেষভাবে রাম ভগবানের পূজার জন্য ব্যবহৃত হয়। শ্রীতুলসীর পাতা তুলসীর পাতার চেয়ে একটু আকারে বিশিষ্ট এবং সুগন্ধি। হিন্দু ধর্মে এটি পূজা করা হয় এবং কারণ এর মধ্যে রয়েছে বিশেষ ধার্মিক মূল্য। শ্রীতুলসী এর চিকিৎসাগুলো তুলসীর পাতা ব্যবহার করে করা হয়।

শ্রীতুলসী প্রণাম

বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ।

 কৃষ্ণভক্তি-প্রদে দেবি সত্যবত্যৈ নমো নমঃ৷৷


শ্রীতুলসীর প্রণাম জানাই। হিন্দু ধর্মে তুলসী একটি পবিত্র উদ্ভিদ এবং এর সম্মান করা হয়। শ্রীতুলসী রাম ভগবানের প্রিয় উদ্ভিদ এবং এর প্রণাম দেওয়া হলে এর উপকারিতা অধিক হয়। শ্রীতুলসীর পাতা দিয়ে পূজা করা হয় এবং এর চিকিৎসার্থে ব্যবহার করা হয়। তাই প্রতিদিন শ্রীতুলসীর প্রণাম দেওয়া হলে আপনি ভগবানের আশীর্বাদ এবং তুলসীর উপকারিতা অধিক হবেন।

তুলসীর ধ্যান

ওঁ ধ্যায়েদ্দেবীং নবশশীমুখীং পক্কবিম্বাধরোষ্ঠীং, 

বিদ্যোতন্তীং কুচযুগভরানম্রকল্পাঙ্গিযষ্টিম্। 

ঈষদ্ধাস্যাং ললিতবদনাং চন্দ্রসূৰ্য্যাগ্নিনেত্রাং, 

শ্বেতাঙ্গীং তামভয়বরদাং শ্বেতপদ্মাসনস্থাম্।। 

মন্ত্র-শ্রীং হ্রীং ক্লীং ঐং বৃন্দায়ৈ নমঃ।


তুলসী প্রনাম মন্ত্র

ওঁ বৃন্দায়ৈ তুলসী দেবৈ প্রিয়ায়ৈ কেশবশ্য চ ।
বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যব ত্যৈ নমো নম: ।।
.
তুলসী প্রদক্ষীন মন্ত্র

"যানি কানি চ পাপানি ব্রম্ভাহত্যাদিক
ানি চ ।
তানি তানি প্রনশ্যন্তি প্রদক্ষিণ পদে
পদে,,,
.
তুলসী জলমন্ত্র

"(ওঁ)গোবিন্দবল্ল ভাং দেবীংভক্ত
চৈতন্যকারিনীম ।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি
প্রদায়িনীম্"
.
তুলসী চয়নমন্ত্র

"(ওঁ)তুলস্যমৃত জন্ মাসি সদা ত্বং কেশব
প্রিয়া ।
কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভক
শোভবে"
.
ক্ষমা প্রার্থনামন্ত্র

"চয়নোদ্ভব দুঃখং চ যদ্ হদদি তব বর্ততে ।
তত্ক্ষমস্ব জগন্মাতঃ বৃন্দাদেবী
নমোহস্তুতে"
.
তুলসী রানীর কৃপা ছাড়া পরমেশ্বর ভগবান
শ্রীকৃষ্ণের
শ্রীপাদপদ্মে ঠাঁই পাওয়া সম্ভব নয় । তাই
এসো আমরা
সর্বদা তুলসী মহারানীর সেবা পূজা করি

তুলসীগাছে জল দেবার প্রণাম মন্ত্র

তুলসী তুলসী মাধবীলতা,

কও তুলসী কৃষ্ণকথা।

কৃষ্ণকথা শুনলে কানে,

দ্বাদশ প্রণাম তোমার চরণে।

তুলসীগাছে জল দিয়া উপরোক্ত মন্ত্র তিনবার বলিয়া প্রণাম করিবে।

 তুলসীগাছে জল ঢালিবার মন্ত্র

তুলসী তুলসী নারায়ণ, 

তোমার শিরে ঢালি জল, প্রকারান্তর-।

তুমি তুলসী বৃন্দারন। অন্তিমকালে দিও স্থল।

শুদ্ধ হাতের নুড়ো।

জলশুদ্ধ স্থলশুদ্ধ এক তোলা মৃত্তিকে শুদ্ধ,

 বৃন্দেরাণী জুড়োও।

 প্রতিদিন স্নানান্তে উপরোক্ত মন্ত্র তিনবার বলিয়া তুলসীগাছে জল দিবে'।


তুলসীপাতা তুলিবার মন্ত্র

ডালে কৃষ্ণ পাতায় হরি,

সরে ব'সো কৃষ্ণ তুলসী-তুলি।

এই মন্ত্র পাঠ করিতে করিতে তিনবার হাততালি দিয়া তুলসীপাতা তুলিবে।


You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement