শ্রীযুগল কিশোরের আরতি
জয় জয় আরতি যুগল কিশোর
প্যারি-জ়ী শোভিত শ্যামকি কোর।।
জড়িত জলদজালে বিজুরি অচল।
দুহু রূপে দশদিশ বিভাসিত ভেল।।
রতন প্রদীপ জারি ললিতা পিয়ারী।
আরতি করতহি বদন নেহারি।।
সুমধুর বাজে ঘন্টা তাল মৃদঙ্গ।
রবাব পিনাক বায় প্রেম অনসঙ্গ।।
চৌদিকে নব নব ব্রজবালা মিলি।
মঙ্গল গাওয়ত দেই করতালি।।
বীণা মৃদঙ্গ শঙ্খ কৈ কৈ বাওয়ে।
কৈ দুহুঁক মৃদু চামর ঢুলাওয়ে।।
মনোহর ধূপ গন্ধে মনহি মাতায় ।
মলয় পবন তঁহি মৃদু মৃদু বায় ।।
শারি শুক পিক ডাকে মধুরস গুঞ্জে
তরুলতা সুশোভিত ফলফুল কুঞ্জে ৷৷
নিতি নিতি ঐছন আরতি বিলাপ।
আনন্দে নিরখয়ে গোবিন্দ দাস।।
এটিও পড়ুন - শ্রীতুলসী আরতি | Tulshi Arati in Bengai | tulsi vandana
0 Comments