তুলসীদেবী (Tlshi) বা বৃন্দা, কৃষ্ণ প্রিয়া রাধিকার সহচরী ছিলেন। প্রতিটি হিন্দু গৃহে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছেন। মূলত, তুলসী হলেন গোলোক বৃন্দাবনে (চিন্ময়জগতে) গোপিকা বৃন্দাদেবীরূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য লীলা সম্পাদনের মূল পরিচালিকা। তিনি শ্রীকৃষ্ণের দূতী, কুঞ্জাদি সংস্কারে অভিজ্ঞা ও আয়ুর্বেদ শাস্ত্রে পন্ডিতা। তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্ররূপা এবং সমুদয় বিশ্বের মধ্যে তাঁর তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তিতা।
শ্রীশ্রীতুলসী দেবীর সন্ধ্যারতি
বন্দনা
নমো নমঃ তুলসী মহারাণী।
বৃন্দে মহারাণী নমো নমঃ।। ধ্রু।।
নমো রে নমো রে মাইয়া নমো নারায়ণী
যাঁক দরশে পরশে অঘনাশই
মহিমা বেদ পুরাণে বাখানি।।
যাঁকো পত্র, মঞ্জরী কোমল
শ্রীপতি চরণ কমলে লপটানি।
ধন্য তুলসীরাণী পুণ্য তপ কিয়ে,
শালগ্রাম কি মহা পাটরাণী।।
ধূপ-দীপ নৈবেদ্য আরতি,
ফুলেলা কিয়ে বরখা বরখানি।।
ছাপ্পান্ন ভোগ বত্রিশ ব্যঞ্জন
বিনা তুলসী প্রভু একু নাহি মানি ।
শিব শুক নারদ, আউর ব্রহ্মাদিকো,
চুঁড়তো ফিরতো মহামুনি জ্ঞানী।।
চন্দ্রমুখী ইয়া তেরি যশ গাওয়ে।
ভকতি দান দিজিয়ে মহারাণী।।
(২)
নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী।
রাধাকৃষ্ণ সেবা পাব এই অভিলাষী।।
যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়,
কৃপা করি কর তারে বৃন্দাবনবাসী৷৷
মোর মনে এই অভিলাষ, বিলাসকুঞ্জে দিও বাস,
নয়ন ভরি হেরব সদা যুগল রূপরাশি।।
এই নিবেদন ধর, সখীর অনুগা কর,
কুঞ্জসেবা দিয়ে কর মোরে নিজ দাসী।।
দীন কৃষ্ণদাস কয়, মোর যেন এই হয়,
রাধাকৃষ্ণ প্রেমে যেন সদা আমি ভাসি।।
Read This: শ্রীতুলসী আরতি | Tulshi Arati in Bengai | tulsi vandana
0 Comments