-->

ভগবান শ্রী কৃষ্ণের অমৃত বাণী | Shree Krishna Bani in Bengali | Saying

বাণী ( baṇi )  কথার অর্থ কথা বা উক্তি (আকাশবাণী, দৈববাণী)। এছারাও বানী বিভিন্ন অর্থে ব্যবহার হয় যেমন - উপদেশপূর্ণ বা স্মরণীয় উক্তি (কবির বাণী, মহাপুরুষের বাণী), (ব্যঙ্গে) বড়ো বড়ো কথা, গালভরা কথা (তোমার বাণী এবার থামাও), সরস্বতী দেবী (বাণীর আরাধনা)। ইত্যাদি। 

ভগবান শ্রী কৃষ্ণের অমৃত বাণী | Shree Krishna Bani in Bengali | Saying

ভগবান শ্রী কৃষ্ণের অমৃত বাণী


🌻১)জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম।
🌻২)দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে।
🌻৩)গোদান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ ?যখন মোহ ত্যাগ করবে, তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে।
🌻৪)যে ব্যক্তি কৃষ্ণভাবনায় যুক্ত নয়, তার মন সংযত নয়।
🌻৫)সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করো।
🌻৬)আমি সর্বলোকের মহেশ্বর (মহা+ঈশ্বর)।
🌻৭)আমিই সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ।
🌻৮)আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নেই।
🌻৯)পরমাত্মারূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি।
🌻১০)পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূূর্ণরূপে অবগত।
🌻১১)আমাকে প্রাপ্ত হলে আর পুনজন্ম হয় না।
🌻১২)সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়।
🌻১৩)অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি।
🌻১৪)শোকের চেয়ে বড় নাশকতা আর কিছু নেই, শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করো না।
🌻১৫)ব্যবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয়।
🌻১৬) মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর।
🌻১৭)সত্যই এ জগতের নিয়ন্ত্রক, সত্যেই ধর্ম প্রোথিত হয়ে আছে।
🌻১৮)মাতৃঋণ কোন সন্তানই কখনো শোধ করতে পারে না।
🌻১৯)শেকড়হীন বিশাল বৃক্ষও যেমন সত্বরই নির্জীব হয়ে পডরে, ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয়।
🌻২০)আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস।
🌻২১)এই জগৎ আমারই প্রকৃতির অধীন।
🌻২২)আমিই এই জগতের পিতা।
🌻২৩)আমিই এই জগতের বিধাতা (সৃষ্টিকর্তা) ।
🌻২৪)আমি সকলের গতি।
🌻২৫)আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি।
🌻২৬)আমিই সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু।
🌻২৭)আমি সকলের প্রতি সমভাবাপন্ন।
🌻২৮)সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়।
🌻২৯)মনুষ্যদের মধ্যে আমি সম্রাট।
🌻৩০)অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমিই আশ্রয়।
🌻৩১)আমিই সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমিই বেদান্তকর্তা ও বেদবিৎ।
🌻৩২)বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত।
🌻৩৩)সর্ব প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরনাগত হও।

You May Like Also Also Like This

Post a Comment

0 Comments


Advertisement